Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
ব্রাহ্মণবাড়িয়ায় কৃষি সচিবের মতবিনিময় সভা
Details

কুমিল্লা-চাঁদপুর-ব্রাহ্মণবাড়িয়া জেলা সেচ এলাকা উন্নয়ন প্রকল্প, বিএডিসি, কুমিল্লা এর আয়োজনে, এপিএসসিএল, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া এর সম্মেলন কক্ষে ৩১/০৩/২০২২ তারিখে কৃষি মন্ত্রণালয়াধীন ব্রাহ্মণবাড়িয়া জেলার সকল দপ্তর/সংস্থার কর্মকর্তাদের  সাথে কৃষি কার্যক্রমের উপর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- মোঃ সায়েদুল ইসলাম, সচিব, কৃষি মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ঢাকা। প্রধান অতিথি বলেন-জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের দায়িত্ব নেয়ার পরই কৃষির বিভিন্ন টেকসই পরিকল্পনা হাতে নিয়েছেন। বিশেষ করে কৃষি বিষয়ে ডিগ্রীধারিগণকে সরকারী চাকুরীতে সর্বচ্চ মর্জাদা দিয়ে আধুনিক কৃষিকে এগিয়ে নিয়ে গেছেন। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পরেশন প্রতিষ্ঠানকে ঢেলে সাজিয়ে ছিলেন। তিনি আরো বলেন- জাতির জনক বঙ্গবন্ধু বলেছেন খাদ্যের জন্য আমরা অন্যের মুখাপেখী হবো না, আমারা খাদ্য পয়দা করে খাবো। সে স্রোত ধারায় বাংলাদেশ আজ খাদ্যে সয়ংসম্পূর্ণ।  কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন সকল কর্মকর্তা কর্মচারী গণের ন্যার্য প্রাপ্তি অচিরেই পূরণ করা হবে সচিব উপস্থিত সলেকে প্রতিশ্রুতি দেন । সে সাথে  খাদ্য নিরাপত্তা বাস্তবায়নের জন্য কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার আরো বৃদ্ধি করার জন্য নির্দেশণা প্রদান করেন।  মতমিনিময় শেষে সচিব উক্ত প্রল্পের কার্যক্রম পরিদর্শণ করেন।


            মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কৃষিবিদ মোঃ আমিনুল ইসলাম, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুমিল্লা অঞ্চল, কুমিল্লা; কৃষিবিদ মোঃ রবিউল হক মজুমদার, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া; প্রোকৌশলী মোহাম্মদ মিজানুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশল, বিএডিসি, কুমিল্লা সার্কেল ও প্রকল্প পরিচালক, কুমিল্লা-চাঁদপুর-ব্রাহ্মণবাড়িয়া জেলা সেচ এলাকা উন্নয়ন প্রকল্প, বিএডিসি,; ড. মোহাম্মদ সোলায়মান তালুকদার, উপপরিচালক (ক:গ্রো:) বেএডিসি, ব্রাহ্মণবাড়িয়া জোন; ড. মোঃ উবায়দুল্লাহ কায়ছার, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, বারি, কুমিল্লা; ড. মিঞা  মোঃ বসীর, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, ওএফআরডি, বারি, কুমিল্লা; ড. মোঃ আশিকুর রহমান, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও    ভারপ্রাপ্ত কর্মকর্তা, বিনা উপকেন্দ্র, কুমিল্লা। এ ছাড়া স্থানীয় প্রশাশন ও প্রিন্ট এবং ইলেকট্রনিক মিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।


সংবাদ

 মো: মহসিন মিজি

 উপসহকারী কৃষি অফিসার (সংযুক্ত)

 কৃষি তথ্য সার্ভিস, কুমিল্লা।

 মোবাইল: ০১৭১২০২৪০৮১

 mohsinaiscom@gmail.com



Images
Attachments
Publish Date
03/04/2022
Archieve Date
03/04/2022