Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
কুমিল্লায় এনএটিপি-২ প্রকল্পের আওতায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের কৃষক সম্মাননা ২০২২ অনুষ্ঠিত
Details

ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম- ফেজ-২ প্রজেক্ট (এনএটিপি ২) এর আর্থিক সহযোগীতায়, ২২ জুন ২০২২ তারিখে, মৎস্য প্রশিক্ষণ কেন্দ্র, মৎস্য অধিদপ্তর, জাংগালিয়া, কুমিল্লা এর হল রুমে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের সফল কৃষক-কৃষাণীগণকে সম্মাননা প্রদান করা হয়। কৃষি, মৎস্য ও প্রানী সম্পদ উৎপাদনে যারা সফলতা অর্জন করেছেন এবছর এমন ১৫ জনকে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের আরো সমৃদ্ধি কামনা করে বক্তব্য রাখেন, মোঃ মতিউর রহমান, প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব), ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম- ফেজ-২ প্রজেক্ট (এনএটিপি ২)। সভাপত্ত্বি করেন,  মোঃ মোফাজ্জল করিম, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), চট্টগ্রাম অঞ্চল, চট্টগ্রাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ড. মোহিত কুমার দে, অতিরিক্ত পরিচালক, ডিএই, কুমিল্লা অঞ্চল, কুমিল্লা; ডা:একেএম হুমায়ুন কবীর, পরিচালক, প্রানী সম্পদ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগ। মো: আব্দুস সাত্তার, উপপরিচালক, মৎস্য অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগ। স্বাগত বক্তব্য রাখেন, ড. গৌর গোবিন্দ দাস, উপরিচালক, ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম- ফেজ-২ প্রজেক্ট (এনএটিপি ২)। অনুষ্ঠান সঞ্চালনা করেন, এস.এম. শরীফ উজ্জামান, জেন্ডার স্পেশালিষ্ট, PMU, NATP-2 প্রজেক্ট।

                  

 সংবাদ

 মো: মহসিন মিজি

 উপসহকারী কৃষি অফিসার (সংযুক্ত)

 কৃষি তথ্য সার্ভিস, কুমিল্লা।

 মোবাইল: ০১৭১২০২৪০৮১

 mohsinaiscom@gmail.com



Attachments
Publish Date
22/06/2022
Archieve Date
22/06/2022