আজ ২৬/০৫/২০২৪ তারিখে কুমিল্লায় অনুষ্ঠিত হলো, বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় আঞ্চলিক কর্মশালা (অবহিতকরণ)২০২৪। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), কুমিল্লা অঞ্চল, কুমিল্লার ব্যবস্থাপনায় আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউট, কুমিল্লার প্রশিক্ষণ হলে কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় বক্তারা বলেন, বাংলাদেশের চর এলাকা উপযোগী ফসলের উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা অর্জন, পুষ্টি এবং আর্থ-সামাজিক অবস্থার টেকসই উন্নয়ন। বিশেষ করে উন্নত কৃষি প্রযুক্তি সম্প্রসারণ ও পতিত জমি ব্যবহারের মাধ্যমে শস্যের নিবিড়তা ৫% বৃদ্ধিকরণ(১৪০% হতে ১৪৫%), এলাকা উপযোগী আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ ও ফসলের আবাদ বৃদ্ধির মাধ্যমে বৃষি উৎপাদন ৫% বৃদ্ধিকরণ, উপকারভোগীদের পুষ্টিমানের উন্নয়ন এবং খাদ্য নিরাপত্তা অর্জন।
কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ডিএই’র পরিকল্পনা, প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইং এর পরিচালক, কৃষিবিদ মো. রেজাউল করিম। ডিএই, কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক, কৃষিবিদ মোঃ আক্তারুজ্জামান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কৃষিবিদ মোহাং নাছির উদ্দীন, অতিরিক্ত পরিচালক, ডিএই, চট্টগ্রাম অঞ্চল; কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট হোমনা, কুমিল্লার অধ্যক্ষ ড. মোঃ সফি উদ্দিন; চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক বীজ প্রত্যয়ন কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদআলী জিন্না। মূল প্রবন্ধ উপস্থাপন করেন, বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি সম্প্রসারণ প্রকল্পের প্রকল্প পরিচালক, কৃষিবিদ মোঃ ময়নুল হক সরকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন, মনিটরিং ও ইভ্যালুয়েশন অফিসার, কৃষিবিদ মোঃ রাকিব হাসান।
সংবাদ
মো: মহসিন মিজি
উপসহকারী কৃষি অফিসার (সংযুক্ত)
কৃষি তথ্য সার্ভিস, কুমিল্লা।
মোবাইল: ০১৭১২০২৪০৮১
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস