Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
২০২১-২২ অর্থবছরে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় কুমিল্লা ও সিলেট অঞ্চলের আঞ্চলিক কর্মশালা
বিস্তারিত

       ২০২১-২২ অর্থবছরে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় ০৬/০৬/২০২২ তারিখে কুমিল্লা আলেখারচর বিশ্বরোডস্থ একটি হোটেলের কনফারেন্স হলে, কুমিল্লা ও সিলেট অঞ্চলের আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়। ৪০% ভাগ ভোজ্য তেলের উৎপাদন বৃদ্ধি করে বিদেশী অনিশ্চিত তেল আমদানী নির্ভরতা কমিয়ে নিজ দেশে তেল জাতীয় ফসল উৎপাদন করে তেলের চাহিদা মিটানো কর্মশালার উদ্দেশ্য। কর্মশালায় কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠানের প্রধান গণ, কৃষি বিজ্ঞানী, কৃষক প্রতিনিধি, উপসহকারী কৃষি অফিসার, এনজিও প্রতিনিধি, ব্যাংক কর্মকর্তা সহ একাধিক প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কৃষিবিদ মোঃ জাহিদুল আমিন, পরিচালক, ক্রপস উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), খামারবাড়ি. ঢাকা। সভাপতিত্ত্ব করেন, কৃষিবিদ মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত পরিচালক (ভাঃপ্রাঃ), ডিএই, কুমিল্লা অঞ্চল,কুমিল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কৃষিবিদ মোঃ মোশারফ হোসেন, অতিরিক্ত পরিচালক, ডিএই, সিলেট অঞ্চল, সিলেট। সেশন চেয়ারপার্সনের দায়িত্ব পালন করেন, কৃষিবিদ মোঃ রবিউল হক মজুমদার, আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার, চট্টগ্রাম। প্রকল্পের কী-নোট উপস্থাপন করেন, কৃষিবিদ মুহম্মদ আরশেদ আলী চৌধুরী, উপপ্রকল্প পরিচালক, ডিএই, খামারবাড়ি. ঢাকা। স্বাগত বক্তব্য রাখেন, কৃষিবিদ মোঃ জালাল উদ্দিন, উপপরিচালক, ডিএই, চাঁদপুর। সার্বিক সহযোগীতায় ছিলেন, কৃষিবিদ মোঃ আবু তাহের, মনিটরিং অফিসার, তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প। অনুষ্ঠান সঞ্চালনা করেন, কৃষিবিদ নয়ন মনি সূত্রধর, অতিরিক্ত উপপরিচালক, ডিএই, হবিগঞ্জ ও কৃষিবিদ বানিন রায়, কৃষি সম্প্রসারণ অফিসার, ডিএই, বুড়িচং, কুমিল্লা।


 সংবাদ

 মো: মহসিন মিজি

 উপসহকারী কৃষি অফিসার (সংযুক্ত)

 কৃষি তথ্য সার্ভিস, কুমিল্লা।

 মোবাইল: ০১৭১২০২৪০৮১

 mohsinaiscom@gmail.com




ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
17/06/2022
আর্কাইভ তারিখ
17/06/2022