Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
সমাপ্ত হলো ২৮ দিন ব্যা পি গ্রামীণ মেকানিক প্রশিক্ষণ
বিস্তারিত

সমন্বিত ব‌্যবস্থাপনার মাধ‌্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্প, ‍কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), খামারবাড়ি, ঢাকা  এর আর্থিক সহযোগীতায়, উপপরিচালকের কার্যালয়, ডিএই, খামারবাড়ি, কুমিল্লা এর ব‌্যবস্থাপনায়, ২৮ দিন ব‌্যাপি গ্রামীণ মেকানিক প্রশিক্ষণের ৮/১১/২০২২ তারিখে সমাপনী অনুষ্ঠিত হয়। কৃষি কাজে যান্ত্রিকীকরণের ফলে উৎপাদন খরচ কম হয়, সময় কম লাগে বিধায় কৃষি কাজে যান্ত্রিকীকরণ সময়ের দাবি। দেশের বিশাল জনগোষ্টিকে খাদ‌্য নিরাপত্তা দিতে কৃষি যান্ত্রিকীকরণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সার্বিক বিষয়কে গুরুত্ব দিয়ে দেশকে খাদ‌্য নিরাপত্তা দেয়াই প্রশিক্ষণের উদ্দেশ‌্য।

সমপনী অনুষ্ঠানে ডিএই, কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক, কৃষিবিদ ড. মোহিত কুমার দে   প্রধান অতিথি হিসেবে ‍উপস্থিত থেকে প্রশিক্ষনার্থীদের হাতে মেকানিক একাধিক যত্র, সনদ পত্র এবং প্রশিক্ষণ ভাতা তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন, কৃষিবিদ মোঃ মিজানুর রহমান, উপপরিচালক, ডিএই, কুমিল্লা, কৃষিবিদ মোঃ আমজাদ হোসেন, উপপরিচালক, হর্টিকালচার সেন্টার, কুমিল্লা, কৃষিবিদ মোঃ সিরাজ উদ্দিন হোসেন, জেলা প্রশিক্ষণ অফিসার, ডিএই, কুমিল্লা, কৃষি প্রকৌশলী কৃষিবিদ মো. বদরুজ্জামান মুসলিমী, ডিএই, কুমিল্লা।    

 সংবাদ

 মো: মহসিন মিজি

 উপসহকারী কৃষি অফিসার (সংযুক্ত)

 কৃষি তথ্য সার্ভিস, কুমিল্লা।

 মোবাইল: ০১৭১২০২৪০৮১

 mohsinaiscom@gmail.com


ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
09/11/2022
আর্কাইভ তারিখ
09/11/2022