কুমিল্লা-চাঁদপুর-ব্রাহ্মণবাড়িয়া জেলা সেচ এলাকা উন্নয়ন প্রকল্প, বিএডিসি, কুমিল্লা এর আয়োজনে, ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার গোপীনাথপুর, বিনাউটি ০১/০৪/২০২২ তারিখে সীনাই খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করেন, জনাব আনিসুল হক, এম পি, - মাননীয় মন্ত্রী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। উদ্বোধনের সময় দোয়া ও মোনাজাত শেষে মন্ত্রী খাল খনন কাজ ঘুরে দেখেন এবং প্রকল্পের কাজের ভুয়সী প্রশংসা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মন্ত্রী বলেন-জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধান মন্ত্রীর সঠিক নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়শীল দেশের চেয়েও এগিয়ে। এর পিছনে কৃষি উন্নয়নের ভূমিকা অপরিসীম। আমাদের দেশ দানা জাতীয় খাদ্যে সয়ংসম্পূর্ণ। বাংলাদেশের উৎপাদিত বিভিন্ন কৃষি পণ্য দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানী হচ্ছে। আমরা এগিয়ে যাচ্ছি সমৃদ্ধির পথে। কৃষি কার্যক্রম আধুনিক প্রকৃয়ায় অব্যাহত রাখার মাধ্যমে এ উন্নয়ন ধারা অক্ষুন্ন রাখা সম্ভব।
অনুষ্ঠানে মোঃ শাহগীর আলম, জেলা প্রশাসক, ব্রাহ্মণবাড়িয়া এর সভাপতিত্ত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মোঃ সায়েদুল ইসলাম, সচিব, কৃষি মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ঢাকা; এ এফ এম হায়াতুল্লাহ, চেয়ারম্যান (গ্রেড-১) বিএডিসি, ঢাকা। প্রোকৌশলী মোহাম্মদ মিজানুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশল, বিএডিসি, কুমিল্লা সার্কেল ও প্রকল্প পরিচালক, কুমিল্লা-চাঁদপুর-ব্রাহ্মণবাড়িয়া জেলা সেচ এলাকা উন্নয়ন প্রকল্প, বিএডিসি তাঁর স্বাগত বক্তব্যে বলেন- বিএডিসি একটি সেবামূলক প্রতিষ্ঠান। স্বাধীনতা উত্তর বাংলাদেশের ক্রমবর্ধমান জনসংখ্যার জন্য প্রয়োজনীয় খাদ্যের যোগান এবং কৃষি খাতকে আধুনিকায়ন ও অধিক উৎপাদনমুখী করতে বিএডিসি’র ভূমিকা অনস্বীকার্য। তারই ধারাবাহিকতায় মোট ৩২৫৫৩.৩৬ লক্ষ টাকা ব্যয়ে জুলাই, ২০১৯ হতে জুন ২০২৪ পর্যন্ত ৫ বছর মেয়াদে চট্টগ্রাম বিভাগের কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় ‘কুমিল্লা-চাঁদপুর-ব্রাহ্মণবাড়িয়া জেলা সেচ এলাকা উন্নয়ন’ শীর্ষক প্রকল্পটি
বাস্তবায়িত হচ্ছে। ভরাট হয়ে যাওয়া খাল/নালা পুন:খননের মাধ্যমে কৃষি জমির জলাবদ্ধতা দূরীকরণ ও ভূ-
উপরিস্থ সেচের পানির প্রাপ্যতা বৃদ্ধি; বিভিন্ন ধরণের সেচযন্ত্র যেমন: গভীর নলকূপ, ফোর্সমোড নলকূপ, বিভিন্ন ক্ষমতার এলএলপি স্থাপন/ক্ষেত্রায়ন ও স্থাপিত সেচযন্ত্রসমুহে ইউপিভিসি পাইপ ব্যবহার করে ভূগর্ভস্থ সেচনালা (ব্যারিড পাইপ) নির্মাণ/বর্ধিতকরণ ও ফিতা পাইপ ব্যবহারের মাধ্যমে সেচ এলাকা সম্প্রসারণ, বিভিন্ন ধরণের সেচ অবকাঠামো নির্মাণের মাধ্যমে সেচের পানির জলাধার সৃষ্টি এবং জনসাধারণ,কৃষিপণ্য ও কৃষি যন্ত্রপাতিসহ গবাদী পশুর পারাপারের সুযোগ সৃষ্টি, সৌরশক্তি চালিত ডাগ ওয়েল ও সৌরশক্তি চালিত এলএলপি স্থাপনের মাধ্যমে পরিবেশ বান্ধব নবায়নযোগ্য সৌরশক্তির ব্যবহারে কৃষককে উদ্ধুদ্ধকরণ, জলাবদ্ধতা দূরীকরণে অবকাঠামোসহ ড্রেনেজ পাইপ লাইন নির্মাণ ও কৃষকের মাঠের উৎপাদিত ফসলের নিরাপত্তা নিশ্চিতকরণে ফসল রক্ষা বাঁধ নির্মাণ, স্প্রিংলার ও ড্রিপ ইরিগেশনসহ আধুনিক সেচ প্রযুক্তিসমুহ কৃষক পর্যায়ে সম্প্রসারণ, কৃষক/কৃষাণীদের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে সেচ দক্ষতা ও পানির
উৎপাদনশীলতা বৃদ্ধি প্রকল্পের কার্যক্রমসমুহের মধ্যে অন্যতম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামিলীগের স্থানীয় নেত্রীবিন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিয়ার সাংবাদিক এবং এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ।
সংবাদ
মো: মহসিন মিজি
উপসহকারী কৃষি অফিসার (সংযুক্ত)
কৃষি তথ্য সার্ভিস, কুমিল্লা।
মোবাইল: ০১৭১২০২৪০৮১
mohsinaiscom@gmail.com
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস