কুমিল্লা
তাং-২৩/৯/২০২৪
বুড়িচং বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের জমিতে যন্ত্র দিয়ে ধানের চারা রোপণ করা হয়
কুমিল্লা বুড়িচং উপজেলার মহিষমারা গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকের মাঠে রাইচ ট্রান্সপ্লান্টারের মাধ্যমে বিনামূল্যে ধানের চারা রোপণ করে দেয়া হয়। ২৩ সেপ্টেম্বর ২০২৪ তারিখে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর(ডিএই), কুমিল্লা জেলা, যান্ত্রিক ও কারিগরি সহযোগীতায় :সিমিট বাংলাদেশ এবং বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট(ব্রি), আঞ্চলিক কার্যালয়, কুমিল্লার বাস্তবায়নে, ব্রি আঞ্চলিক কার্যালয়, কুমিল্লার সিএসও এবং প্রধান ড. মোঃ সিরাজুল ইসলাম এর সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ধানের চারা রোপণ উদ্বোধন করেন, ডিএই, কুমিল্লা জেলার উপপরিচালক কৃষিবিদ আইউব মাহমুদ। তিনি বলেন, বন্যার ক্ষতি পুষিয়ে নেয়ার জন্য যন্ত্রের ব্যবহার করা খুবই প্রয়োজন। বাংলাদেশের বিপুল পরিমান নারী-পুরুষ বিভিন্ন কাজে বিদেশে অবস্থান করার ফলে আমাদের দেশে কৃষি শ্রমিকের সংকট দেখা দিয়েছে। যার ফলে কৃষি কাজে উৎপাদন খরচ বৃদ্ধি পেয়েছে। আমাদের খাদ্য ও পুষ্টি চাহিদা মিটানোর জন্য রাইচ ট্রান্সপ্লান্টারের মত জন্য বাংলাদেশের কৃষক ভাইদের জন্য অত্যন্ত খুসির খবর। কারন এ যন্ত্র দিয়ে কম খরচে, কম সময়ে বেশী ধানের চারা রোপন করা যায়। এসব যন্ত্র ব্যবহারের ফলে কৃষকের উপৎপাদন খরচ অনেকাংশে হ্রাস পায়। অপরদিকে কৃষকের আর্থিক লাভের পরিমাণ বেড়ে যায়। এসময় উপস্থিত ছিলেন, ডিএই, কুমিল্লার উপপরিচালকের কার্যালয়ের অতিরিক্ত উপপরিচালক, কৃষিবিদ আল মামুন রাসেল, ব্রি আঞ্চলিক কার্যালয়, কুমিল্লার ঊর্ধ্বোতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ মামুনুর রশীদ, পিএসও, ড. শিলা প্রামানিক, বুড়িচং উপজেলার উপজেলা কৃষি কর্মকর্তা, কৃষিবিদ আফরিনা আক্তার, ব্রি, আঞ্চলিক কার্যালয় কুমিল্লার বৈজ্ঞানিক কর্মকর্তা ,বিজয়া সাহা, মহিষমারা ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা, ইভা আক্তার সহ বুড়িচং উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, মোছাঃ তানজিয়াতুল হুসনা, বৈজ্ঞানিক কর্মকর্তা, ব্রি, কুমিল্লা।
সংবাদ
মো: মহসিন মিজি
উপসহকারী কৃষি অফিসার (সংযুক্ত)
কৃষি তথ্য সার্ভিস, কুমিল্লা।
মোবাইল: ০১৭১২০২৪০৮১
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস