জুলাই বিপ্লব ও তারুণ্য উৎসবকে কেন্দ্র করে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউ
দেড় লক্ষাধিক বিনালেবু-১ এর চারা সরবরাহের জন্য গুটি কলম তৈরি করছে
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউ (বিনা) ১ লাখ ৫০ হাজার বিনালেবু-১ এর চারা উৎপাদন করছে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে(ডিএই) দেশব্যাপী এ চারা সরবরাহ করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। জুলাই বিপ্লব ও তারুণ্য উৎসবকে কেন্দ্র করে এ কর্মসূচি হাতে নেয়া হয়েছে। ডিএই, সরকার কর্তৃক নির্ধারিত মূল্য পরিশোধ করে বিনা’র কাছ থেকে লেবুর চারা সংগ্রহ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের মাঝে বিনা মূল্যে সরবরাহ করা হবে। এরিই অংশ হিসেবে বিনা উপকেন্দ্র, কুমিল্লার উদ্যোগে প্রায় ৩০ হাজার বিনালেবু-১ এর গুটি কলম তৈরির কাজ চলছে। বিনা উপকেন্দ্র কুমিল্লার ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মো. হাসানুজ্জামান রনি বলেন, লেবুতে প্রচুর পরিমানে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট, এবং অন্যান্য পুষ্টি উপাদান রয়েছে, যা রোগ প্রতিরোধ ক্ষতমতা বাড়াতে, হজম ক্ষমতা উন্নত করতে, ওজন কমাতে এবং ত্বককে সুস্থ রাখতে সাহায্য করে। তিনি আরো বলেন, বিনা উদ্ভাবিত বিনালেবু-১ একটি বীজবিহীন লেবুর জাত। জাতটি সারা বছর ফলন দেয়।ফল ডিম্বাকার, ফলের অগ্রভাগ সূচাঁলো এবং ফল সুগন্ধিযুক্ত। পরিপক্ক অবস্থায় কিছু ফলে ২-৩ টি বীজ থাকতে পারে, অধিকাংশ ফলই বীজ শূন্য থাকে। প্রতিটি ফলের ওজন ৯০-১৫০ গ্রাম। ফলের চারা রোপনের সময় হতে ১০-১১ মাসের মধ্যে প্রথম ফলন পাওয়া যায়।
সংবাদ:
মোঃ মহসিন মিজি
উপসহকারী কৃষি অফিসার (সংযুক্ত)
কৃষি তথ্য সার্ভিস, কুমিল্লা
01712024081
mohsinaiscom@gmail.com
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস