Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
কুমিল্লা বুড়িচং বিনাধান-২৪ ও ব্রি ধান৯৬ এর প্রায়োগিক পরীক্ষণ মূল্যায়ণ শীর্ষক মাঠ দিবস
বিস্তারিত

কুমিল্লা ৪/৫/২০২৫

কুমিল্লা বুড়িচং বিনাধান-২৪ ও ব্রি ধান৯৬ এর

প্রায়োগিক পরীক্ষণ মূল্যায়ণ শীর্ষক মাঠ দিবস

রামপুর, বুড়িচং, কুমিল্লায় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উপকেন্দ্র কুমিল্লা'র উদ্যোগে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় বিনা'র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের অর্থায়নে রামপুর, বুড়িচং ৪/৫/২০২৫ তারিখে প্রায়োগিক পরীক্ষণ মাঠে বিনাধান-২৪ ও ব্রি ধান৯৬ এর মূল্যায়ণ শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। প্রায়োগিক পরীক্ষণ মাঠে শস্য কর্তণের ফলাফল হলো-বিনাধান-২৪=৮.৪৯ টন/হেক্টর (১৪% আর্দ্রতায়) আর ব্রি ধান৯৬=৫.৮১ টন/হেক্টর (১৪% আর্দ্রতায়)


এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিনা'র  মহাপরিচালক ড. মো. আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক কৃষিবিদ আইউব মাহমুদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিনা'র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. মাহবুবুল আলম তরফদার, উপ-প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আশিকুর রহমান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন বিনা উপকেন্দ্র কুমিল্লার ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মো: হাসানুজ্জামান রনি, বুড়িচং উপজেলার উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছা. আফরিণা আক্তার ও বিনা'র বৈজ্ঞানিক কর্মকর্তা শামস-আল-মাহমুদ। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালণা করেন উক্ত ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মোছা. সুলতানা ইয়াসমিন ও বিনা উপকেন্দ্র কুমিল্লার বৈজ্ঞানিক সহকারী মো: আরিফ হোসেন।


  সংবাদ

  মো: মহসিন মিজি

  উপসহকারী কৃষি অফিসার (সংযুক্ত)

 কৃষি তথ্য সার্ভিস, কুমিল্লা।

 মোবাইল: ০১৭১২০২৪০৮১

 mohsinaiscom@gmail.com

 


ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
05/05/2025
আর্কাইভ তারিখ
31/08/2025