Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
কুমিল্লা বুড়িচং উত্তর গ্রামে ব্রি ধান১০২-এর বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি
বিস্তারিত

পার্টনার প্রকল্পের আর্থিক সহয়োগীতায়, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউ(ব্রি) আঞ্চলিক কার্যালয় কুমিল্লা এর আওতায় বুড়িচং কুমিল্লার উত্তরগ্রামে উপজেলা কৃষি অফিসার, ব্রি-র বিজ্ঞানীবৃন্দের এবং কৃষকদের উপস্থিতিতে ব্রি উদ্ভাবিত নতুন ধানের জাত ব্রি ধান১০২ প্রদর্শনীর উপর একটি মাঠে নমুনা শস্য কর্তন করে মাঠ দিবস পালন করা হয়। নতুন এ জাতটি চলতি বোরো ২০২৩-২৪ মৌসুমে বুড়িচং উপজেলায় বিভিন্ন ব্লকে এক একর করে ২৯ একর জমিতে প্রদর্শনী স্থাপন করা হয় যার প্রতিটি জমির ধান খুব ভালো হয়েছে এবং জমির ধান কর্তন চলমান রয়েছে। উত্তর গ্রামের কৃষক মির্জা মোর্শেদ আলম, মির্জা মোঃ ইউসুফ কাজল ও মির্জা হুমায়ুন এর জমিতে প্রায় এক একর জমিতে ব্রি ধান১০২ চাষ করেন এবং উক্ত জমির ধান কর্তন সম্পন্ন করা হয় যাতে বিঘায় ২৬ মন এবং হেক্টরে ৭.৮ টন ফলন পাওয়া যায়।


  উক্ত ফলনে প্রদর্শনী কৃষকসহ উপস্থিত সকল কৃষক ভাইয়েরা সকলেই খুব খুশি এবং পরবর্তী মৌসুমে ব্রি ধান১০২ চাষে খুব আগ্রহ প্রকাশ করেন। কারণ এ ধানের চালের মধ‌্যে অধিক পুষ্টিমান এবং জিংক রয়েছে, চাল চিকন। চিটার পরিমান কম হয়। ধানের রং সোনালী উজ্জল বর্ণের। উক্ত মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রি আঞ্চলিক কার্যালয়ের মূখ‌্য বৈজ্ঞানিক কর্মকর্তা এবং প্রধান ড. মোঃ রফিকুল ইসলাম; বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ মামুনুর রশিদ, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, ব্রি কুমিল্লা এবং সভাপতিত্ব করেন, কৃষিবিদ মোছাঃ আফরিণা আক্তার, উপজেলা কৃষি অফিসার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বুড়িচং, কুমিল্লা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একেএম সালাহউদ্দিন, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা,ব্রি কুমিল্লা। তাছাড়া উপস্থিত ছিলেন উক্ত গ্রামের স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য, শতাধিক কৃষক ও উক্ত ব্লকের উপসহকারি কৃষি কর্মকর্তাবৃন্দ।   


  সংবাদ

  মো: মহসিন মিজি

  উপসহকারী কৃষি অফিসার (সংযুক্ত)

 কৃষি তথ্য সার্ভিস, কুমিল্লা।

 মোবাইল: ০১৭১২০২৪০৮১

 mohsinaiscom@gmail.com



ছবি
ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
14/05/2024
আর্কাইভ তারিখ
14/05/2024