Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
কুমিল্লা বিবির বাজারে বারি সরিষা-১৪ এর কৃষক মাঠ দিবস
বিস্তারিত

কৃষক পর্যায়ে উন্নতমানের ডাল, তেল ও মসলা বীজ ‍উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায়, উপজেলা কৃষি অফিস, আদর্শ সদর, কুমিল্লা এর  জগন্নাথপুর ইউনিয়নের বিবির বাজার জামে মসজিদ প্রাঙ্গণে ১৫/০৩/২০২২ তারিখে,  ২০২১-২২ অর্থ  বছরে বাস্তবায়িত বারি সরিষা-১৪ এর বীজ উৎপাদন প্রদর্শণীর মাঠ দিবস ও রিভিউ ডিসকাশন অনুষ্ঠিত হয়। রিভিউ ডিসকাশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), কুমিল্লা জেলার প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ মোহাম্মদ সিরাজ উদ্দিন হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-কৃষিবিদ মো: এহ্তেশাম রাসুলে হায়দার, জেলা বীজ প্রত্যয়ন অফিসার কুমিল্লা; কৃষিবিদ মমিনুল ইসলাম, অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ), ডিএই, কুমিল্লা। সভাপতি হিসেবে বক্তব্য রাখেন-কৃষিবিদ আউলিয়া খাতুন, উপজেলা কৃষি অফিসার, আদর্শ সদর, ‍কুমিল্লা। সার্বিক সহযোগীতায় ছিলেন অত্র ইউনিয়নের উপসহকারী ‍কৃষি অফিসার মো: ছালেকুর রহমান শামীম এবং মো: মহসিন। অনুষ্ঠানে বক্তারা বলেন-আমদানী নির্ভর পন্যের মধ্যে ভোজ্য  তেল উল্লেখযোগ্য। আমাদের দেশে চাহিদানুসারে সরিষা চাষ বাস্তবায়ন হলে ভোজ্য তেলের আমাদানী নির্ভরতা কমানো সম্ভব। সরিষা চাষ পরিবেশ বান্ধব। সরিষা চাষের মাধ্যমে মাটির উর্বরা শক্তি ও উপকারী অনুজীব বৃদ্ধি পায়। সরিষার জমিতে মৌ-বক্স বসিয়ে মধু উৎপাদন করে বর্তমানে দেশের অসংখ্য যুবক আর্থিক সমৃদ্ধি অর্জন করেছেন। তাছাড়া সরিষার তেল যে কোন তেলের চেয়ে পুষ্টিকর। বিদেশ থেকে আমদানীকৃত অনিশ্চিত তেলের চেয়ে সরিষার তেল শরীরের জন্য নিরাপদ। রান্নার কাজে সরিষার তেলের ব্যবহার শতভাগ নিশ্চিত হলে বাংলাদেশ আরো এগিয়ে যাবে এবং সে সাথে দেশের অসংখ্য মানুষের কর্মসংস্থান বাস্তবায়ন হবে।

ছবি
ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
16/03/2022
আর্কাইভ তারিখ
19/03/2022