Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
কুমিল্লা আদর্শ সদর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্থ চাষীদের মাঝে ইউএসআইডি এর অর্থায়নে বিনামূল্যে সরিষা ও ভুট্টার বীজ প্রদান
বিস্তারিত

বন্যায় ক্ষতিগ্রস্ত কুমিল্লার কৃষকদের মাঝে প্রদর্শনী প্লট স্থাপনের জন্য বীজ সহায়তা করছে সিমিট বাংলাদেশ। ইউএসএআইডি-র অর্থায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় সিমিট বাংলাদেশ ১,০০০ জন কৃষকের জন্য জনপ্রতি ১ কেজি BARI সরিশা-14 এবং ২ কেজি ভুট্টা ডিসকোভার ৫৫৫ জাতের বীজ দিয়েছে প্রদর্শনী প্লট প্রতিষ্ঠার জন্য। অনুষ্ঠানের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জনাব মোসা: ফারজানা রহমান বীজ সহায়তার গুরুত্ব তুলে ধরে বলেন, এসব বীজ বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহনশীলতা বৃদ্ধিতে বন্যা-সহনশীল ফসলের জাত, জলাবদ্ধতা, ফসলের ক্ষতি মোকাবেলা, বর্ধিত সেচ ব্যবস্থা, এবং বিভিন্ন কৃষি-কৌশল গ্রহণসহ বন্যা-সহনশীল কৃষি পদ্ধতি প্রদর্শনের মাধ্যমে কৃষকদের উপকার হবে। এই প্লট প্রদর্শনের মাধ্যমে কৃষকরা বন্যা-সম্পর্কিত সমস্যাগুলি মোকাবেলা করার, তাদের জীবিকা বাড়াতে এবং ভবিষ্যতের দুর্যোগের বিরুদ্ধে তাদের স্থিতিস্থাপকতাকে শক্তিশালী করার অভিজ্ঞতা অর্জন করতে পারবে। এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আব্দুল হক, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ ছালেকুর রহমান শাশীম, ফরীদা ইয়াসমিন, সিমিট হাব ম্যানেজার কৃষিবিদ হিতৈষী খীসা, কৃষিবিদ আব্দুর রাজ্জাক, কৃষিবিদ বেলায়েত হোসেন, কৃষি উন্নয়ন কর্মকর্তা। অনুষ্ঠানে অংশগ্রহণকারী কৃষকরা তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ করে সিমিট এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) মাধ্যমে কৃষকরা আগামী বোরো  মৌসুমে আরও সহায়তার জন্য আগ্রহ প্রকাশ করেন। সিমিট বাংলাদেশ আগামী বোরো মৌসুমে কুমিল্লার ২,০০০ কৃষককে যান্ত্রিকীরণের সহায়তার মাধ্যমে কৃষককে ধানচাষ আওতাধীন কাজ করবে যাতে তারা বন্যার প্রভাব থেকে পুনরুদ্ধার করতে এবং তাদের ফসলের উৎপাদন বাড়াতে পারে। এটি একটি যৌথ প্রচেষ্টা, যা স্থানীয় কৃষকদের সক্ষমতা, কৃষি যান্ত্রিকীরণের উদ্যোক্তা বাড়ানোর মাধ্যমে সুরক্ষিত এবং টেকসই কৃষি কার্যক্রমের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, যা শুধুমাত্র কৃষকদের নয়, বরং বৃহত্তর কৃষি খাতকেও উপকৃত করবে। বাংলাদেশে সিমিট কৃষি যান্ত্রিকীকরণের সাথে খাদ্য নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, এবং কৃষি আধুনিকীকরণের চ্যালেঞ্জ মোকাবেলা করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এর ফলস্বরুপ,এই প্রশিক্ষণ সিমুলেটরটির সূচনা সিমিট-এর বৃহত্তর মিশনের সাথে যুক্ত। সিসা-এমইএ শ্রম এবং খরচ-সাশ্রয়ী কৃষি মেশিন তৈরিতে ও কৃষি যন্ত্রপাতি উৎপাদন শিল্পের সক্ষমতা বিকাশে সক্রিয় ভূমিকা পালন করেছে। ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি) সম্পর্কে: বাংলাদেশের স্বাধীনতার পর থেকে থেকে যুক্তরাষ্ট্র সরকার ইউএসএআইডির মাধ্যমে বাংলাদেশকে আট'শ কোটি ডলারেরও বেশী উন্নয়ন সহায়তা প্রদান করেছে। এছাড়াও যুক্তরাষ্ট্র সরকারের বিভিন্ন অধিদপ্তরের মাধ্যমে বাংলাদেশের কোভিড-১৯ মোকাবেলায় ৫ কোটি ডলারের বেশি প্রদান করেছে। ২০১৯ সালে ইউএসএআইডি বাংলাদেশের জনগণের জীবনমান উন্নয়নে ২০ কোটিরও বেশী ডলার প্রদান করেছে। ইউএসএআইডি বাংলাদেশে যে সকল কর্মসূচিতে সহায়তা প্রদান করে সেগুলোর মধ্যে রয়েছে গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও অনুশীলনের প্রসার, খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক সুবিধাদির সম্প্রসারণ, স্বাস্থ্য ও শিক্ষা সেবার উন্নয়ন ও অভিযোজন এবং স্বল্প কার্বন উন্নয়নের মাধ্যমে জলবায়ুপরিবর্তন পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়ানো।

  সংবাদ

  মো: মহসিন মিজি

  উপসহকারী কৃষি অফিসার (সংযুক্ত)

 কৃষি তথ্য সার্ভিস, কুমিল্লা।

 মোবাইল: ০১৭১২০২৪০৮১

 mohsinaiscom@gmail.com

 

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
25/11/2024
আর্কাইভ তারিখ
31/01/2025