কুমিল্লা
২২/৫/২০২৫
কুমিল্লায় ‘‘উদ্ভাবনী ডিজিটাল কন্টেন্ট উন্নয়নে কৃষি তথ্য সার্ভিসের ভূমিকা ’’ শীর্ষক সেমিনার
কৃষি তথ্য সার্ভিস, আঞ্চলিক কার্যালয়, কুমিল্লার আয়োজনে ‘‘উদ্ভাবনী ডিজিটাল কন্টেন্ট উন্নয়নে কৃষি তথ্য সার্ভিসের ভূমিকা ’’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), কুমিল্লা’র কনফারেন্স রুমে ২২/৫/২০২৫ তারিখে এ সেমিনারের আয়োজন করা হয়। ডিএই, কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ আজিজুর রহমান এর সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কৃষিবিদ মোঃ মসীহুর রহমান, পরিচালক, কৃষি তথ্য সার্ভিস, খামারবাড়ি, ঢাকা। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. মোঃ তোফায়েল আহমেদ, সহযোগী অধ্যাপক, আইসিটি ডিপার্টমেন্ট, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা। স্বাগত বক্তব্য রাখেন, কৃষিবিদ মনিরুল হক রোমেল, আঞ্চলিক কৃষি তথ্য কর্মকর্তা, কৃষি তথ্য সার্ভিস, কুমিল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ড. মোঃ হায়দার হোসেন, মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউট, বারি, কুমিল্লা, কৃষিবিদ আইউব মাহমুদ, উপপরিচালক, ডিএই, কুমিল্লা, কৃষিবিদ শাহনাজ রহমান, উপপরিচালক, সংস্থাপন ও উন্নয়ন, ডিএই, কুমিল্লা অঞ্চল, কুমিল্লা, কৃষিবিদ মোঃ আবু তাহের, উপপরিচালক, ডিএই, চাঁদপুর, ড. মোস্তফা এমরান হোসেন, উপপরিচালক, ডিএই, ব্রাহ্মণবাড়িয়া। সেমিনারে বক্তারা বলেন, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডয়ার মাধ্যমে কৃষির তথ্য প্রযুক্তিকে অত্যন্ত সহজ করে উপস্থাপন করা সময়ের দাবি। যে কোন কৃষক একটি প্রতিবেদন দেখে অল্প সময়ে প্রযুক্তি সম্পর্কে অবহিত হয়ে তা বাস্তবে কাজে লাগাতে পারে এমন কিছু তথ্য প্রযুক্তি কৃষি তথ্য সার্ভিস কর্তৃক সরবরাহ করা যেতে পারে। ইতি মধ্যে কৃষি তথ্য সার্ভিস কর্তৃক কৃষিকথা, সম্প্রসারণ বার্তা, বেতার ও টেলিভিশনে কৃষি বিষয়ক অনুষ্ঠান প্রচার, সংবাদ মাধ্যমে কৃষির সাফল্য গাঁথা প্রকাশের ফলে কৃষির অগ্রগতি বৃদ্ধি পাচ্ছে। এছাড়া কৃষি তথ্য সার্ভিসের অঞ্চল পর্যায়ে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠানের কার্যক্রম ভিডিও ধারণ করে বিভিন্ন গণমাধ্যমে প্রচারের ব্যবস্থা করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন, কৃষিবিদ হাজেরা বেগম, উপজেলা কৃষি অফিসার, কসবা, ব্রাহ্মণবাড়িয়া।
সংবাদ
মোঃ মহসিন মিজি
উপসহকারী কৃষি কর্মকর্তা (সংযুক্ত)
কৃষি তথ্য সার্ভিস, কুমিল্লা
01712024081
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস