কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), কুমিল্লা অঞ্চল, কুমিল্লা এর আয়োজনে, ২৩/০৬/২০২২ তারিখে, ডিএই, কুমিল্লা জেলার উপপরিচালক এর হল রুমে ২০২১-২০২২ অর্থবছরে রাজস্ব বাজেটের অর্থায়নে আঞ্চলিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায়, ডিএই, কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার উচ্চ পর্যায়ের কর্মকর্তা, সকল গবেষণা প্রতিষ্ঠানের বিজ্ঞানী ও প্রধানগণ, উপসহকারী কৃষি অফিসার, কৃষক প্রতিনিধিগণ অংগ্রহন করেন। কৃষি বান্ধব সরকারের টেকসই পরিকল্পনাকে বাস্তবায়নের মধ্যদিয়ে নিরাপদ ও বানিজ্যিক কৃষি পন্য উৎপাদ করে দেশের সার্বিক উন্নয়নে অবদান রাখা প্রশিক্ষণ কর্মশালার উদ্দেশ্য। প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কৃষিবিদ মো. জাহিদুল আমিন, পরিচালক, ক্রপস উইং, ডিএই, খামারবাড়ি, ফার্মগেট, ঢাকা। সভাপতির বক্তব্য রাখেন, কৃষিবিদ ড. মোহিত কুমার দে, অতিরিক্ত পরিচালক, ডিএই, কুমিল্লা অঞ্চল, কুমিল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষিবিদ মো: রবিউল হক মজুমদার, আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার, চট্টগ্রাম বিভাগ; কৃষিবিদ মোঃ জালাল উদ্দিন, উপপরিচালক, ডিএই, চাঁদপুর; কৃষিবিদ মোঃ মিজানুর রহমান, উপপরিচালক, ডিএই, কুমিল্লা; কৃষিবিদ মোঃ আলী আহাম্মদ, জেলা বীজ প্রত্যয়ন অফিসার, ব্রাহ্মণবাড়িয়া; কৃষিবিদ আমজাদ হোসেন, উপপরিচালক, হর্টিকালচার সেন্টার, কুমিল্লা; ড. মোঃ রফিকুল ইসলাম, মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, কুমিল্লা; কৃষিবিদ সুশান্ত সাহা, উপপরিচালক, ডিএই, ব্রাহ্মণবাড়িয়া। প্রশিক্ষণ কর্মশালায় ডিএই, কুমিল্লা অঞ্চলের উপপরিচালকগণ নিজ নিজ জেলার কার্যাক্রম পাওয়ার পয়েন্টের মাধ্যমে তুলে ধরেন। এর পর উপস্থিত কৃষকদের বিভিন্ন সমস্যার কথা সুনে আলোচনার মাধ্যমে তা সমাধানের পরামর্শ প্রদান হয়।
সংবাদ
মো: মহসিন মিজি
উপসহকারী কৃষি অফিসার (সংযুক্ত)
কৃষি তথ্য সার্ভিস, কুমিল্লা।
মোবাইল: ০১৭১২০২৪০৮১
mohsinaiscom@gmail.com
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস