৪/৫/২০২৫
কুমিল্লায় ব্রি ধান১০২ ও ব্রি ধান১০৮-এর বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি
পার্টনার প্রকল্প, ব্রি-এর আওতায় বুড়িচং কুমিল্লার উত্তরগ্রামে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুমিল্লা জেলার উপপরিচালক, কৃষিবিদ আইউব মাহমুদ, বুড়িচং উপজেলার, উপজেলা কৃষি অফিসার, কৃষিবিদ আফরিনা আক্তার, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)-র বিজ্ঞানীবৃন্দের এবং কৃষকদের উপস্থিতিতে ব্রি উদ্ভাবিত নতুন ধানের জাত ব্রি ধান১০২ ও ব্রি ধান১০৮ জাতের প্রদর্শনীর উপর একটি মাঠ দিবস অনুষ্ঠিত এবং নমুনা শস্য কর্তন সম্পন্ন করা হয়। নতুন এ দুইটি জাত চলতি বোরো ২০২৪-২৫ মৌসুমে বুড়িচং উপজেলায় বিভিন্ন ব্লকে এক একর করে ১২০ একর জমিতে প্রদর্শনী স্থাপন করা হয়, যার মধ্যে ৩০ টি প্রদর্শনী উত্তরগ্রাম কৃষকদের প্রদান করা হয়। প্রতিটি জমির ধান খুব ভালো হয়েছে এবং শস্য ধান কর্তন চলমান রয়েছে। উত্তর গ্রামের কৃষক মির্জা সৈকত, মির্জা মোঃ ইউসুফ কাজল এর জমিতে প্রায় দুই একর জমিতে ব্রি ধান১০৮ চাষ করেন এবং উক্ত জমির ধান কর্তন সম্পন্ন করা হয় যাতে হেক্টর প্রতি ফলন ৮.৭ টন/হেক্টর অর্থাৎ বিঘা প্রতি ২৯ মন এবং ব্রি ধান১০২ এর ফলন হেক্টর প্রতি ফলন ৮.২ টন/হেক্টর অর্থাৎ বিঘা প্রতি ২৭ মন। উক্ত ফলনে প্রদর্শনী কৃষকসহ উপস্থিত সকল কৃষক ভাইয়েরা সকলেই খুব খুশি এবং পরবর্তী মৌসুমে ব্রি ধান১০২ ও ব্রি ধান১০৮ চাষে খুব আগ্রহ প্রকাশ করেন।
উক্ত মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ আইউব মাহমুদ, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুমিল্লা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোছাঃ আফরিণা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বুড়িচং, কুমিল্লা এবং অত্র গ্রামের কৃতি সন্তান মোঃ মামুনুর রশিদ, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, ব্রি আঞ্চলিক কার্যালয়, কুমিল্লা। মাঠ দিবসে সভাপতিত্ব করেন ড. শিলা প্রামাণিক, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, ব্রি কুমিল্লা। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিজয়া সাহা, বৈজ্ঞানিক কর্মকর্তা, ব্রি, কুমিল্লা। এছাড়া আরো উপস্থিত ছিলেন উক্ত গ্রামের স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য, শতাধিক কৃষক ও উক্ত ব্লকের উপসহকারি কৃষি কর্মকর্তাবৃন্দ।
সংবাদ
মোঃ মহসিন মিজি
উপসহকারী কৃষি কর্মকর্তা (সংযুক্ত)
কৃষি তথ্য সার্ভিস, কুমিল্লা।
01712024081
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস