আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি), কুমিল্লা এর আয়োজনে, ‘‘আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, কুমিল্লাকে আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে উন্নীতকরণ’’ প্রকল্প এর আর্থিক সহযোগীতায় ১৮/০৬/২০২২ তারিখে, বারি, কুমিল্লা এর সেমিনার কক্ষে, তেল ও মসলা ফসল উৎপাদনের আধুনিক কলাকৌশল শীর্ষক এসএএও/এসএসএ/এসএ/স্টাফ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বিদেশ থেকে আমদানীকৃত অজানা তেল ও মসলার উপর নির্ভর না হয়ে দেশের মাটিতে এসব ফসল চাষ করে আর্থিক সমৃদ্ধি অর্জনের মধ্যদিয়ে দেশে তেল ও মসলা ফসলের ঘাটতি মিটিয়ে কৃষকদের বানিজ্যিক কৃষিতে উৎসাহিত করা প্রশিক্ষণের উদ্দেশ্য।
প্রশিক্ষণ উদ্বোধন করেন, এবং বারি কর্তৃক উদ্ভাবিত উন্নত জাতের ফল ও সবজি সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করেন, ড. মোঃ উবায়দুল্লাহ্ কায়ছার, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, বারি, কুমিল্লা। মাটির বিভিন্ন পুষ্টি উপাদান, উদ্ভিদের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান বিজ্ঞান সম্মত পদ্ধতিতে প্রয়োগ, মাটিতে জৈব সারের ব্যবহার পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করেন, ড. মোঃ মুক্তার হোসেন ভূইয়া, উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, বারি, কুমিল্লা। বিভিন্ন ফসলের চলমান গবেষণা এবং গবেষণার উদ্দেশ্য সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করেন, কৃষিবিদ শামীমা সুলতানা, বৈজ্ঞানিক কর্মকর্তা, বারি, কুমিল্লা।
সংবাদ
মো: মহসিন মিজি
উপসহকারী কৃষি অফিসার (সংযুক্ত)
কৃষি তথ্য সার্ভিস, কুমিল্লা।
মোবাইল: ০১৭১২০২৪০৮১
mohsinaiscom@gmail.com
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস