Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
কুমিল্লায় তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আঞ্চলিক কর্মশালা
বিস্তারিত

তেলাজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় ২০২৩-২৪ অর্থবছরে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), কুমিল্লা অঞ্চলের সহযোগীয়, মায়ামি রিসোর্ট-২ এর হল রুমে ১৭/২/২০২৪ তারিখে, কুমিল্লা ও ‍সিলেট অঞ্চলের আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়। ডিএই, কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক, কৃষিবিদ মোঃ আক্তারুজ্জামান এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব‌্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সরেজমিন উইং এর পরিচালক, কৃষিবিদ মো. তাজুল ইসলাম পাটোয়ারী। তিনি বলেন, তেল ফসলের আবাদ বৃদ্ধি করে ভোজ‌্য তেলের আমদানি কমানো সম্ভব। তেলজাতীয় প্রকল্পের আওতায় দেশব‌্যাপী কৃষকদের উৎসাহিত করে গত কয়েক বছর ধরে এখন পর্যন্ত দেশে অধিক হারে তেলজাতীয় ফসলের আবাদ বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে সরিষা, সূর্যমুখী ফসলকে কেন্দ্র করে দেশের বিপুল সংখ‌্যক যুবক বানিজ‌্যিক ভিত্তিতে মৌচাষ করছেন। মৌচাষের ফলে মৌমাছি এক ফুল হতে আরেক ফুলে মধু সংগ্রহ করার সময় পরাগায়ন করায় তেল ফসলের ফলন বহুগুণে বৃদ্ধি পায়। মৌচাষীরা মধু উৎপাদনের সময় কর্মসংস্থান সৃষ্টি হয়। চাষীদের মধু ৩/৪ শত টাকায় দেশ বিদেশের বহুজাতিক বেসরকারী প্রতিষ্ঠান ক্রয় করে পরে তা বাজারে হাজার টাকার  উপরেও বিক্রি করে থাকেন। সরিষা সংগ্রহের পর গাছ জ্বালানী হিসেবে ব‌্যবহারের ফলে বৃক্ষ নিধন হ্রাস পেয়েছে। সরিষার খৈল উৎকৃষ্টমানের পশু খাদ‌্য, মাছের খাদ‌্য এবং জৈব সার হিসেবে ব‌্যবহার করা যায়। সবচেয়ে বড় বিষয় হলো বিদেশী অজানা তেল খেয়ে দেশের অসংখ‌্য মানুষ নানা প্রকার জটিল রোগে আক্রান্ত হয়ে পড়ছেন। দেশের মানুষের স্বাস্থ‌্যের বিষয়কে গুরুত্ব দিয়ে আমাদের দেশে উৎপাদিত ভোজ‌্য তেল ব‌্যবহারে বেশি বেশি উৎসাহিত করতে হবে। সে সাথে কৃষকদের আর্থিক বিষয়কে বিবেচনায় রেখে সরিষা, সূর্যমুখীসহ  অন‌্যান‌্য তেলজাতীয় ফসলের ন‌্যায‌্য বাজার মূল‌্য নিয়ন্ত্রণে রাখতে হবে। মুখরুচক আলু ভর্তা তৈরিতে এখনও সরিষা তেলের ঝুড়ি নেই। আমরা সবাই সচেতন হলে বাংলাদেশে তেল ফসলের বিপ্লব ঘটানো সম্ভব।

কর্মশালা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব‌্য রাখেন, ডিএই, সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক, কৃষিবিদ মো. মতিউজ্জামান;  কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, বাঞ্ছারামপুর এর অধ‌্যক্ষ কৃষিবিদ মো. জালাল উদ্দিন;  কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট হোমনা এর অধ‌্যক্ষ ড. মোঃ সফি উদ্দিন। কী-নোট উপস্থাপন করেন, তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের প্রকল্প পরিচালক, কৃষিবিদ মুহম্মদ আরশেদ আলী চৌধুরী । অনুষ্ঠানের সার্বিক ব‌্যবস্থাপনা করেন, প্রকল্পের মনিটরিং অফিসার, কৃষিবিদ মো. আবু তাহের।  সঞ্চালনায় ছিলেন, ধান, গম ও পাটবীজ প্রকল্পের মনিটরিং অফিসার ড. মো. আমানুল ইসলাম।


   সংবাদ

  মো: মহসিন মিজি

  উপসহকারী কৃষি অফিসার (সংযুক্ত)

 কৃষি তথ্য সার্ভিস, কুমিল্লা।

 মোবাইল: ০১৭১২০২৪০৮১

 mohsinaiscom@gmail.com


ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
17/02/2024
আর্কাইভ তারিখ
22/02/2024