Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
কুমিল্লায় তিন দিন ব্যাপি ফল মেলা উদ্বোধন
বিস্তারিত

‘‘ বছরব্যাপি ফল চাষে, অর্থ পুষ্টি দুই-ই আসে” এ পতিপাদ্য বিষয়কে সামনে রেখে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), খামারবাড়ি, কুমিল্লা জেলার আয়োজনে, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুমিল্লা এর অফিস চত্তরে ৫/৭/২০২২ তারিখ হতে ৭/৭/২০২২ তারিখ পর্যান্ত তিন দিন ব্যাপি ফল মেলা-২০২২ শুরু হয়। এ বছর ফল মেলায় আমাদের দেশে উৎপাদিত দেশী ফল দিয়ে সাজানো হয়েছে। দিনের শুরুতে ফল মেলা উদ্বোধন করেন, ড. মোহিত কুমার দে, অতিরিক্ত পরিচালক, ডিএই, কুমিল্লা অঞ্চল, কুমিল্লা। তিনি বলেন, এবারের মেলায় পরিচিত এবং অপরিচিত বিভিন্ন ফল স্থান পেয়েছে। গবেষণা প্রতিষ্ঠানের উদ্ভাবিত নতুন নতুন ফল মেলার স্টলে সাজানো হয়েছে। এ ফল দেখে দর্শণার্থীরা উৎসাহিত হয়ে যার যার সামর্থ অনুযায়ী নিজেদের বাড়ির আঙ্গিনায় ফলের গাছ রোপন করবেন। মেলার মাধ্যমে কৃষক জনতা সকলে ফল সম্পর্কে অবগত হয়ে বানিজ্যিক আকারে ফলের বাগান করবেন এটিই আমাদের ফল মেলা করার উদ্দেশ্য। উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, মেলার অয়োজক, কৃষিবিদ মোঃ মিজানুর রহমান, উপপরিচালক,  ডিএই, কুমিল্লা। এ সময় আরো উপিস্থিত ছিলেন, ড. মোঃ উবায়দুল্লাহ কায়ছার, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, বারি, কুমিল্লা;  কৃষিবিদ মোঃ আমজাদ হোসেন, উপপরিচালক, হর্টিকালচার সেন্টার, কুমিল্লা; কৃষিবিদ সিরাজ উদ্দিন হোসেন, জেলা প্রশিক্ষণ অফিসার, ডিএই, কুমিল্লা; ড. মোহাম্মদ আশিকুর রহমান, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, বিনা উপকেন্দ্র, কুমিল্লা; কৃষিবিদ মো: মুশিউল ইসলাম, আঞ্চলিক কৃষি তথ্য অফিসার, কৃষি তথ্য সার্ভিস, কুমিল্লা; কৃষিবিদ মো: এহতেসাম রাসুলে হায়দার, জেলা বীজ প্রত্যয়ন অফিসার, কুমিল্লা; ড. মো: মামুনুর রশীদ, উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, ব্রি, কুমিল্লা।


ডাউনলোড
প্রকাশের তারিখ
05/07/2022
আর্কাইভ তারিখ
05/07/2022