Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
কুমিল্লায় জাতীয় ইঁদুর দমন অভিযান ২০২৪ এর উদ্বোধন
বিস্তারিত

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুমিল্লা অঞ্চল, কুমিল্লা জেলা ও আদর্শ সদর উপজেলা, কুমিল্লার উদ্যোগে ২৭ অক্টোবর ২০২৪ খ্রি. তারিখে ডিএই, কুমিল্লার  উপপরিচালকের প্রশিক্ষণ হলে জাতীয় ইঁদুর দমন অভিযান ২০২৪-এর উদ্বোধন ও ২০২৩-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারের প্রতিপাদ্য  বিষয় ‘‘ছাত্র-শিক্ষক-কৃষক ভাই, ইঁদুর দমনে সহযোগিতা চাই”। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ডিএই, কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ আক্তারুজ্জামান। সভাপতিত্ত্ব করেন ডিএই, কুমিল্লা জেলার উপপরিচালক, কৃষিবিদ আইউব মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সদ্য প্রদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত পরিচালক, কৃষিবিদ মোঃ আমজাদ হোসেন, শাহনাজ রহমান, উপপরিচালক (সংস্থাপন ও উন্নয়ন) ডিএই, কুমিল্লা অঞ্চল, তেলজাতীয় প্রকল্পের মনিটরিং অফিসার কৃষিবিদ মোঃ আবু তাহের, ডিএই, কুমিল্লার উপপরিচালকের কার্যালয়ের অতিরিক্ত উপপরিচালক (শস্য উৎপাদন) কৃষিবিদ শেখ আজিজুর রহমান, অতিরিক্ত উপরিচালক(শস্য),আল মামুন রাসেল, উপপরিচালক কৃষি প্রকৌশলী মোঃ বদরুজ্জামান মুসলিমী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতি বছর কৃষকের উৎপাদিত ফসলের একটি বড় অংশ ইঁদুর দ্বারা নষ্ট হয়। ইঁদুর অত্যন্ত চালাক প্রাণী ও নীরব ধ্বংসকারী স্তন্তপায়ী প্রাণী। কৃষি বিজ্ঞানীগণের তথ্য মতে একটি ইঁদুর অনুকূল পরিবেশে তার জীবদ্দশায় প্রায় তিন হাজার বংশধর সৃষ্টি করতে পারে। এরা ফসলের জমিতে ৫-৭শতাংশ এবং গুদামজাত  শস্য গড়ে ৩-৫ শতাংশ ক্ষতি করে। প্রতি বছর ইঁদুর ৫০-৬০ লক্ষ মানুষের খাবার নষ্ট করে। গবাদিপশু ও পোল্ট্রিতে ইঁদুর কমপক্ষে ৪৫টি রোগের বাহক হিসেবে কাজ করে। মানুষের ক্ষেত্রেও ইঁদুর মারাত্বক রোগের বাহক হিসেবে কাজ করে। জন্ডিস, আমাশয়, টাইফয়েড ও প্লেগসহ প্রায় ৬০ প্রকার রোগ ইঁদুরের মাধ্যমে ছড়ায়। তাই ইঁদুর দমনের ক্ষেত্রে সামাজিক আন্দোলন এখন সময়ের দাবি। অনুষ্ঠানে কৃষক, সরকারী প্রতিষ্ঠান, উপসহকারী কৃষি কর্মকর্তা এবং উপজেলা কৃষি কর্মকর্তা পযায়ে পুরষ্কার প্রদান করা হয়।

    সংবাদঃ

   মোঃ মহসিন মিজি

   উপসহকারী কৃষি অফিসার

   কৃষি তথ্য সার্ভিস, কুমিল্লা।

   মোবাইল নং-01712024081

   Email: mohsinaiscom@gmail.com

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
05/11/2024
আর্কাইভ তারিখ
31/01/2025