কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), সরেজমিন উইং এর পরিচালক কৃষিবিদ মোঃ তাজুল ইসলাম পাটোয়ারী বলেন, বিশ্ব পরিস্থিতির সাথে টিকে থাকার জন্য আধুনিক কৃষি প্রযুক্তি বাস্তবায়ন এখন সময়ের দাবি। বাংলাদেশের কৃষক এখন অনেকটা অগ্রগামী। আধুনিক প্রযুক্তি, ফসলের নতুন জাত, কৃষিতে যান্ত্রিকীকরণ সব কিছুতেই কৃষকরা এগিয়ে আসছে। যার ফলে কৃষিতে বাংলাদেশের অবস্থায় এখন বহুগুণে এগিয়ে আছে। কৃষি বান্ধব সরকারের বিভিন্ন টেকসই পরিকল্পনা বাস্তবায়নের ফলে বাংলাদেশ আজ খাদ্যে সয়ং সম্পূর্ণ। আমাদের দেশের বিভিন্ন সবজি দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানী করা হচ্ছে। তিনি আরো বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে মেধাবী জাতি হিসেবে গড়ে তোলার জন্য আমাদেরকে নিরাপদ খাদ্য উৎপাদনের প্রতি আরো সচেতন হতে হবে। ডিএই এবং কৃষি গবেষাণা কাউন্সিল এর আয়োজনে, ডিএই, কুমিল্লার উপপরিচালকের হল রুমে ৮/৫/২০২৩ তারিখে, কৃষি গবেষণা ফাউন্ডেশন, ফার্মগেট ঢাকা এর আর্থিক সহযোগীতায় কৃষি প্রযুক্তির গ্রহণযোগ্যতার উপর আঞ্চলিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন তিনি এ কথা বলেন।
সংবাদ
মো: মহসিন মিজি
উপসহকারী কৃষি অফিসার (সংযুক্ত)
কৃষি তথ্য সার্ভিস, কুমিল্লা।
মোবাইল: ০১৭১২০২৪০৮১
mohsinaiscom@gmail.com
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস