Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
কুমিল্লায় উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা এবং উপসহকারী কৃষি কর্মকর্তাদের প্রশিক্ষণ
বিস্তারিত

কুমিল্লায় উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা        এবং উপসহকারী কৃষি কর্মকর্তাদের প্রশিক্ষণ

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার কারিগরি সহায়তায়, গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটি এর আর্থিক সহযোগীতায় এবং কীটতত্ত্ব বিভাগ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ’র বাস্তবায়নে, ‘বাংলাদেশে অধিক বিপজ্জনক বালাইনাশক এবং রাসায়নিকের উন্নত ব্যবস্থাপনার জন্য সক্ষমতা’ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুমিল্লা অঞ্চল, কুমিল্লা জেলা ও হর্টিকালচার সেন্টার, কুমিল্লার প্রশিক্ষণ হলে তিনটি সেসনে ১৯/০৪/২০২৫ খ্রি. তারিখে, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা এবং উপসহকারী কৃষি কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।  কৃষক পর্যায়ে যত্রতত্রভাবে ফসলে কীটনাশক প্রয়োগ, নিয়ম না মেনে জমিতে কীটনাশক স্প্রে করা,  শাক-সবজি সহ নানা ফসলেকীটনাশক প্রয়োগের পর নির্দিষ্ট সময় পার না করে ফসল সংগ্রহ, জৈব সার প্রয়োগ না করে অতিমাত্রায় জমিতে সার প্রয়োগ, সার্বিক বিষয়ে কৃষকদের সচেতন করা প্রশিক্ষণের উদ্দেশ্য। চিকিৎসা বিজ্ঞানের তথ্য মতে বাংলাদেশে বিভিন্ন জটিল রোগ সহ মরনব্যাধী ক্যান্সার রোগীদের মধ্যে অধিকাংশ রোগী পেশায় কৃষক। এর অন্যতম কারণ হলো কৃষকরা সার কীটনাশক প্রয়োগের ক্ষেত্রে কোন নিয়ম কানুন মানছেন না। যার ফলে পরিবেশের ভারসাম্য  বিনষ্ট হওয়ার পাশাপাশি সকল শ্রেণী পেশার মানুষ বিভিন্ন অজানা রোগে আক্রান্ত হয়ে পড়ছেন। এ অবস্থায়  পরিবেশ বান্ধব কৃষি উৎপাদন বাস্তবায়ন এখন সময়ের দাবি। কীটনাশকের নিরাপদ ব্যবহার এবং জৈবিক কৃষি কার্যক্রম সামাজিক আন্দোলনে পরিনত করতে হবে। আজ দিনব্যাপী প্রশিক্ষণে বক্তারা এসব কথা বলেন। প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর(ডিএই) কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক, কৃষিবিদ মোঃ আজিজুর রহমান। সভাপতির বক্তব্য রাখেন, ডিএই, কুমিল্লা জেলার উপপরিচালক কৃষিবিদ মোঃ আইউব মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডিএই, কুমিল্লা অঞ্চলের সংস্থাপন ও উন্নয়ন শাখার উপপরিচালক, কৃষিবিদ শাহনাজ রহমান। দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করেন, প্রফেসর ড. গোপাল দাস, কীটতত্ত্ব বিভাগ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ,  প্রফেসর ড. মোঃ রমিজ উদ্দিন, কীটতত্ত্ব বিভাগ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ, প্রফেসর ড.  মোঃ মাহবুবুর রহমান, কীটতত্ত্ব বিভাগ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, কৃষিবিদ শেখ আজিজুর রহমান, অতিরিক্ত উপপরিচালক, শস্য উৎপাদন, ডিএই, কুমিল্লা।


সংবাদ

মোঃ মহসিন মিজি

উপসহকারী কৃষি কর্মকর্তা (সংযুক্ত)

কৃষি তথ্য সার্ভিস, কুমিল্লা।

mohsinaiscom@gmail.com

01712024081

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
21/04/2025
আর্কাইভ তারিখ
31/03/2027