কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) কুমিল্লা ও সিলেট অঞ্চলের আয়োজনে, তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় ২০২৪-২৫ অর্থবছরে, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড), কুমিল্লায়, কুমিল্লা ও সিলেট আঞ্চলের আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়। ভোজ্য তেলের আমদানী নির্ভরতা কমিয়ে দেশের সর্বস্তরের মানুষের তেলের চাহিদা মিটিয়ে আত্মসামাজিক উন্নয়ন বৃদ্ধি করা কর্মশালার উদ্দেশ্য। কৃষিবিদ মোঃ আজিজুর রহমান, ডিএই, কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক এর সভাপতিত্ত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ডিএই, ক্রপ্স উইং এর পরিচালক কৃষিবিদ ড. মোঃ হজরত আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কৃষিবিদ ড. সৈয়দ জোবায়দুল আলম, অধ্যক্ষ, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, হোমনা, কুমিল্লা, কৃষিবিদ ড. মোঃ হায়দার হোসেন, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, কুমিল্লা, কৃষিবিদ আইউব মাহমুদ, উপপরিচালক, ডিএই, কুমিল্লা। মূল প্রভন্ধ উপস্থাপন করেন প্রকল্প পরিচালক, কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষিবিদ বানিন রায়, উপজেলা কৃষি অফিসার, দেবিদ্বার, কুমিল্লা। কর্মশালায় বক্তারা বলেন, তেল জাতীয় ফসলের মধ্যে উল্লেখযোগ্য হলো সরিষা। সরিষা চাষ বৃদ্ধি পেলে মৌচাষও বৃদ্ধি পাবে, যার ফলে কর্মসংস্থান সৃষ্টি হবে। সে সাথে সরিষার ফলন অধিক হারে বেড়ে যাবে। সরিষা চাষের ফলে জমির উর্বরা শক্তি বৃদ্ধি পায়। সরিষার খৈল পশু খাদ্য ও জৈব সার তৈরিতে ব্যবহার করা যায়। সরিষা সংগ্রহের পর গাছ জ্বালানী হিসেবে ব্যবহারের ফলে বৃক্ষ নিধন হ্রাস পায়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস