প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কৃষি তথ্য সার্ভিস, আঞ্চলিক কার্যালয়, কুমিল্লার আয়োজনে,কৃষি তথ্য সার্ভিস কর্তৃক বাস্তবায়নাধীন ‘‘বিদ্যমান কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্রসমূহ (এআইসিসি) শক্তিশালীকরণের মাধ্যমে ই-কৃষির বিস্তার’’ শীর্ষক কর্মসূচির উঠান বৈঠক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।
কৃষি তথ্য সার্ভিস, আঞ্চলিক কার্যালয়, কুমিল্লার আঞ্চলিক কৃষি তথ্য কর্মকর্তা কৃষিবিদ মো. মনিরুল হক রোমেল এর সভাপতিত্বে কুমিল্লা লাকসাম উপজেলার এলাইচ এআইসিস ক্লাবে ১৯ ফেব্রয়ারী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে সভাপতি মনিরুল হক রোমেল, উপস্থিত কৃষকদের কয়েকটি মোবাইল অ্যাপ্স সম্পর্কে অবহিত করেন। এসব অ্যাপ্স ব্যবহার করে কৃষকরা নিজেরাই কৃষি কার্যক্রমের বিভিন্ন সিদ্ধান্ত নিতে পারবেন। এর মধ্যে খামারী অ্যাপ্সটি উল্লেখযোগ্য। খামারী অ্যাপ্সটি ব্যবহার করে কৃষক সহজেই তার যে কোন ফসলের সারের মাত্রা জানতে পারবেন। ‘কৃষকের জানালা’ ‘কৃষি প্রযুক্তি ভান্ডার’ ‘বিনা কৃষি প্রযুক্তি’ ‘খামার বন্ধু’ সহ আরো কয়েকটি মোবাইল অ্যাপ্স সম্পর্কে তিনি বক্তব্য রাখেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, লাকসাম উপজেলার উপজেলা কৃষি অফিসার, কৃষিবিদ সৈয়দ শাহিনুর ইসলাম। সঞ্চালনা করেন, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা, আলী আহমেদ।
সংবাদ
মো: মহসিন মিজি
উপসহকারী কৃষি অফিসার (সংযুক্ত)
কৃষি তথ্য সার্ভিস, কুমিল্লা।
মোবাইল: ০১৭১২০২৪০৮১
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস