Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
আজ কুমিল্লায় অনুষ্ঠিত হলো কৃষি তথ‌্য সার্ভিস, খামারবাড়ি, ঢাকা কর্তৃক আয়োজিত জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম পরিকল্পনা ২০২৩-২০২৪ এর সূচক এর অংশীজনের সভা
বিস্তারিত

কৃষি তথ‌্য সার্ভিস, খামারবাড়ি, ঢাকা কর্তৃক আয়োজিত জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা ২০২৩-২০২৪ এর সূচক ১.৩ এর আওতায় ৩য় প্রান্তিকের সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের (Stakeholders) সভা অনুষ্ঠিত হয়। ২৮ মার্চ ২০২৪ তারিখে বিনা উপকেন্দ্র কুমিল্লার হল রুমে এ সভার আয়োজন করা হয়।  কৃষি তথ‌্য সার্ভিস, আঞ্চলিক কার্যালয় কুমিল্লা এর আঞ্চলিক কৃষি তথ‌্য কর্মকর্তা কৃষিবিদ মনিরুল হক রোমেল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব‌্য রাখেন, কৃষি তথ‌্য সার্ভিস এর পরিচালক, ড. সুরজিত সাহা রায়। আয়োজিত সভায় প্রধান অতিথি অনলাইনে কিভাবে কৃষিকথার গ্রাহক হওয়া যায় এবং তথ‌্য সেবা গ্রহনের অধিকার সম্পর্কে আলোচনা করেন। কৃষি তথ‌্য সার্ভিস কর্তৃক পরিচালিত এআইএস টিউব সম্পর্কে উপস্থিত সকলকে অবহিত করেন। কৃষি কল সেন্টার হতে ১৬১২৩ নম্বরে  ফোন করে একজন কৃষক কৃষি বিষয়ক যে কোন তথ‌্য পরামর্শ পেতে পারেন তা নিয়েও প্রধান অতিথি বক্তব‌্য রাখেন।


              বিশেষ অতিথির বক্তব‌্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক, কৃষিবিদ মোঃ আক্তারুজ্জামান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুমিল্লা জেলার উপপরিচালক কৃষিবিদ আইউব মাহমুদ, বিনা উপকেন্দ্র কুমিল্লার ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ আশিকুর রহমান, কৃষিবিদ মো. আমিনুর ইসলাম, তথ্য অফিসার (কৃষি), কৃষি তথ্য সার্ভিস, খামারবাড়ি, ঢাকা, কৃষিবিদ ফেরদৌসী বেগম, সম্পাদক, কৃষি তথ্য সার্ভিস, খামারবাড়ি, ঢাকা, ইসমাত জাহান এমি, বেতার কৃষি অফিসার, কৃষি তথ্য সার্ভিস, খামারবাড়ি, ঢাকা, রূপালী সাহা সহকারি তথ্য অফিসার (শস্য উৎপাদন), কৃষি তথ্য সার্ভিস, খামারবাড়ি, ঢাকা।  সভায় অংশগ্রহন করেন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, মৃত্তিকা সম্পদ উন্নয় ইস্টিটিউট এর বিজ্ঞানীগণ,  কুমিল্লা জেলার উপসহকারী কৃষি কর্মকর্তাগণ, এনজিও প্রতিনিধি, শিক্ষক বৃন্দ, কৃষি উদ‌্যোক্তা সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ। কৃষকরা কিভাবে সহজে তথ‌্য সেবা পেতে পারেন এ  বিষয়ে উপস্থিত সকলে মতমত প্রকাশ করেন। মতমতের ভিত্তিতে সাময়ে আরো  নতুন নতুন তথ‌্য প্রযুক্তি উদ্ভাবন করে কৃষি সেবার মান বৃদ্ধি করা হবে বলে পরিকল্পনা গ্রহন করা হবে বলে আলোচনা করা হয়।



   সংবাদ

  মো: মহসিন মিজি

  উপসহকারী কৃষি অফিসার (সংযুক্ত)

 কৃষি তথ্য সার্ভিস, কুমিল্লা।

 মোবাইল: ০১৭১২০২৪০৮১

 mohsinaiscom@gmail.com




ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
09/04/2024
আর্কাইভ তারিখ
09/04/2024